বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

চাকমা মেয়েদের জীবন ছবি


তিন পার্বত্য জেলায় বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীগুলোর মধ্যে চাকমাদের সংখ্যায় বেশি। চাকমারা রাঙ্গামাটি জেলাতেই বেশি সংখ্যায় বাস করে। তবে বান্দরবান এবং খাগড়াছড়িতেও বেশ কিছু সংখ্যক চাকমা বসবাস করেন।
চাকমাদের ইতিহাস পার্বত্য চট্টগ্রামে খুব বেশি প্রাচীন। তাদের ভাষ্য মতে চাকমারা চম্পক নগর থেকে পার্বত্য চট্টগ্রামে এসে বসবার করছেন।


যাইহোক, পুরুষতান্ত্রিক হলেও মেয়েদের গুরুত্ব চাকমা সমাজে অনেক বেশি। চাকমা মেয়েরা শুধু ঘরেই গুরুত্বপূর্ণ তা নয়, বরং চাষ-বাস থেকে শুরু করে সকল কাজেই অগ্রগামী।


চাকমা মেয়েরা নিজেদের পরনের কাপড় নিজেরােই তাঁতে বয়ন করে। তাদের বয়ন করা কাপড় বাহাড়ি ডিজাইনের কারণে দেখতে বেশ সুন্দর।


জুম চাষে পুরুষের চাইতে চাকমা মেয়েরা বেশি ভূমিকা রাখে। জুম ফসলের বীজ বপন থেকে শুরু করে আগাছা পরিষ্কার, ফসল কাটা, এমনকি জুমের ফসল তোলার পর বাজারে নিয়ে তা বিক্রি করা পর্যন্ত সকল কাজই করে চাকমা মেয়েরা।


চাকমা মেয়েরা শুধু জুম চাষ এবং সাংসারিক কাজেই ব্যস্ত থাকে না। বরং তারা নৃত্য-গীতেও বেশ পারদর্শী। বিশেষ করে ফসল কাটার পর এবং বিজু উৎসবের সময় সারা পাহাড়কে নাচ-গানে মাতিয়ে রাখে চাকমা মেয়েরা।

চাকমা সমাজে নারীদের বেশ সম্মান করার রেওয়াজ আছে। তবে নারী-পুরুষের অবাধ মেলামেশার সুযোগের কারণে ইদানীং চাকমা মেয়েদের নিয়ে নানা ধরনের অশ্লীলতাও ছড়িয়ে পড়ছে। যা চাকমা সমাজের জন্য কলঙ্কজনক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন